রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বড়লেখায় ডিসি ও এসপির সাথে সাংবাদিক সংস্থার সৌজন্য সাক্ষাৎ 

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি  

বড়লেখায় ডিসি ও এসপির সাথে সাংবাদিক সংস্থার সৌজন্য সাক্ষাৎ 

মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালমা ও পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা বড়লেখা উপজেলা শাখার সাংবাদিকরা। 

মঙ্গলবার (৮ জুলাই) মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ও পুলিশ সুপারের কাযালয়ে দুটি পৃথক সৌজন্য সাক্ষাতে মিলিত হন জাতীয় সাংবাদিক সংস্থা বড়লেখা উপজেলা শাখার সাংবাদিক, পুলিশ সুপার মনজুর রহমান পিপি এম (বার) সাথে মতবিনিময়কালে সাংবাদিকরা বড়লেখার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। 

এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. রুয়েল কামালসহ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান, দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম, সদস্য আহমেদ জাকারিয়া।

টিএইচ